‘শেয়ারে লাভ করতে’ বরুসিয়ার বাসে হামলা
জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ফুটবলারদের বহনকারী বাসে বোমা হামলার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ‘অভিযুক্ত ব্যক্তি শেয়ারবাজার থেকে বেশি লাভ করতে এই কাজ করেছেন।’
জার্মান পুলিশের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ওই ব্যক্তি ১৫০০ শেয়ার ‘শর্ট-সেল’ করেছিলেন। যে ম্যাচের আগে তিনি হামলা করেন, সেটি না হাওয়ায় শেয়ারবাজারে বরুসিয়ার বিনিয়োগ বেশ ধাক্কা খায়। হামলাকারীর টার্গেট ছিল এটাই। যাতে ওই ম্যাচটি তিনি বন্ধ করতে পারেন।
১১ এপ্রিল রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে টিমহোটেল ছাড়ার সময় ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহনকারী বাস লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। হোটেল থেকে মাঠের দূরত্ব প্রায় ১২ মিনিটের। উদ্ভূত পরিস্থিতিতে মোনাকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়। হামলায় দলটির ডিফেন্ডার ও স্পেন জাতীয় দলের খেলোয়াড় মার্ক বাত্রা আহত হন। এখন তিনি শঙ্কামুক্ত।
সন্দেহভাজন হামলাকারী ১১ এপ্রিল সকাল থেকে ওই হোটেলে ওঠেন। গাড়ির নিচে বোমা রেখে রুম থেকে ছাদে চলে যান। সেখানে বসেই ঘটনা পর্যবেক্ষণ করতে থাকেন।
হামলার পর হোটেল থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ। তা দেখে ইসলামী জঙ্গিদের সন্দেহ করা হয়।
হামলার পর শেয়ারবাজারে বরুসিয়ার বিনোয়াগ করা মূলধন ৫.১৭৮ ইউরো থেকে ৫.৪২১ ইউরোতে নেমে যায়।
গত কয়েকদিনে এই ধাক্কা কাটিয়ে উঠলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় দলটির স্টক আবার পড়ে গেছে