মেহেরপুরের চিতলা পাট বীজ খামারের ডিএডি এমদাদ প্রায় ১ যুগ একই কর্মস্থলে
আল-আমীন,সিনিয়র স্টাফ রিপোর্টার Channel 4TV :
মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৮ নং ধানখোলা ইউপিতে ১৯৫৫সালে ৪৩৮একর জমির উপর অবস্থিত চিতলা পাট বীজ খামারটিতে ২০০৫ সালে জুন মাসে নিয়োগ প্রাস্ত হন এই ডিএডি এমদাদ । সে থেকে আজ অবধি দীঘ ১২ বছর যাবত একই খামারে অবস্থান করছে ফলে বিভিন্ন অনিয়ম করে আর্থিক সুবিধা ভোগ করছে এবং ক্ষমতার অপব্যাবহার করছে যেমন সরকারী নির্দেশ অমান্য করে সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালক দায়িত্ব পালন করে চলছে ।একই সাথে অর্থ লুটপাট করে আলিশান বাড়ী আলিশান সানসৈকত মধ্যে জীবন যাপন করছে। উক্ত খামারে নাম প্রকাশ না করিবার শর্তে একাধিক শ্রমিক জানায় বর্তমান খামারে ১০টি শ্রমিকের কাজ ৪টি শ্রমিক দিয়ে করে ৬টি শ্রমিককে অর্থ ডিএডিরা ভোগ করিবার ফলে শ্রমিকদের মধ্যে চাপাক্ষভের বিরাজ করছে।বিগত সময়ে উন্নয়ন দিন দিন মুখ ধুবড়ে পড়ছে।ফলে এলাকা বাসির মধ্যে বিভিন্ন জলপনা কল্পনা শুরু হয়েছে। মেহেরপুর জেলা কৃষকলীগের সাধরন সস্পাদক জানান ডিএডি এমদাদ ছাত্র জীবনের জামাত শিবির এর রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন বলে একাধিক সুত্রে জানান যায়।এবং বর্তমান আওয়ামীলীগের সমথিত শ্রমিকদের কে সে বিভিন্ন ভাবে নির্যাতন করে থাকেন সরজমিনে গিয়ে কথা বলে এই প্রতিনিধিকে জানান উক্ত খামারে কর্মরত শ্রমিকরা জানান প্রায় এক যুগ একই খামারের থাকার সুবাদে বিভিন্ন ধরনের অনিয়ম করেন।
বর্তমান খামারটি বেহাল দর্শা কর্মকতা না থাকার কারনে।
এই বিষয়ে ডিএডি এমদাদ সাথে যোগাযোগ করিলে মুঠোফোনটি রিসভ করেননি।