ডিবি পুলিশ পরিচয়ে দোকান মালিককে হুমকি
টি.আই সানি,গাজীপুর Channel 4TV :
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা ডিবি পুলিশ পরিচয়ে একটি মুদি দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। গত ১৭এপ্রিল সোমবার রাত ৮.৩০মিনিটের সময় উপজেলার ডোমবাড়িচালা হাজী মার্কেট মুদি বাজার দোকানে এ ঘটনা ঘটে।
মুদি বাজার দোকানের ম্যানেজার ফয়সাল খন্দকার জানান,রাতে হঠাৎ করে মহিলাসহ ৭/৮ লোক দোকানের ভিতরে ডোকে পরে,একজন লোক আমার সার্টের কলারে ধরে জিজ্ঞেস করে তোর মালিক কোথায়,দোকানে অবৈধ মাল বিক্রি করছ,দোকানের মালিককে না পেয়ে আমাকে মারধর করে ,দোকানের সকল মালামাল এলোমেলো করে। পরে আমি আশপাশের লোক জনদের ডাক দিলে ওরা সবাই চলে যায়।
ঘটনার তিন দিন অর্থাত২১ এপ্রিল এবিষয়ে দোকান মালিক শ্রীপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন,আভিযোগ সুত্রে জানা যায়,সোমবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক মুদি দোকানের ভিতরে ডুকে দোকানের সমস্ত মালামাল উলট পালট করে কি যেন খুজতে থাকে। তাদের সাথে বোরকা পড়া একজন মহিলাও ছিল। এবং ওই মহিলার সাথে একটি ব্যাগ ছিল যা সন্দেহ মূলক। কিছুক্ষণ তল্লাশীর পর দোকানের ভিতরে কিছু না পেয়ে এবং এলাকার কিছু লোকজন তাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার পর দোকান থেকে বেড়িয়ে যায়। চলে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে আবার আসবো,এবং সেদিন ধরেই নিয়ে যাবো,যে কোন মুল্যে দোকানে ট্যাবলে দিয়ে আটক করা হবে।
দোকান মালিক মোজাম্মেল ফকির জানান,সৎ ভাবে ব্যাবসা করি,আমার দোকানে কোন ধরনের অবৈধ বা ডেটফেল কোন মালামাল নেই ,তবু বার বার হয়রানির শিকার হতে হচ্ছে। এর আগেও কয়েক বার এরকম হয়রানির শিকার হয়েছি।
শ্রীপুর থানা এস.আই আশরাফুল্লাহ্ জানান,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে দোকানের কোন মালামাল বা টাকা পয়সা নেওয়ার অভিযোগ নেই , কিছুক্ষণ তল্লাশীর পর দোকানের ভিতরে কিছু না পেয়ে এবং এলাকার কিছু লোকজন তাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার পর দোকান থেকে বেড়িয়ে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়, তবে তদন্ত সাপেক্ষে আইনানক ব্যাবস্থা গ্রহণ করা হবে।