চির নিদ্রায় শায়িত লাকী আখন্দ
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সংগীত শিল্পী লাকী আখন্দ। এর আগে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় মুক্তিযোদ্ধা এ শিল্পীকে প্রদান করা হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। হাজারো মানুষ ফুলেল ভালোবাসায় বিদায় জানানো হয় জনপ্রিয় এই শিল্পীকে।
বৃষ্টি কি তবে কান্না হয়ে ঝরল? সুরে সুরে যিনি ভাসিয়েছেন এতকাল, তার প্রস্থানে তাই বৃষ্টি ঝরেছে মানুষের মনেও। কোন ডাকেই আর তিনি ফিরবেন না, ভাল লাগার লাকি আখন্দ। তার গানের মতই তিনি ফেরারি হয়ে রইলেন।
শনিবার বেলা এগারোটায় তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একাত্তরের এই কণ্ঠ যোদ্ধাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার।
যে সংগীত জীবনের সাথে মিশেছিলেন এতকাল। তা দিয়েই তিনি সবার কাছে ভালবাসার মানুষে পরিণত হয়েছিলেন। তাইতো, বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ ফুলে ফুলে শ্রদ্ধা জানালেন এই কিংবদন্তীকে।
কৈশোর, যৌবনে বাঙালির রোমান্টিকতার প্রথম পাঠ লাকির গানে আর সুরে। বাংলা সংগীতের আধুনিক ধারাও রচিত হয়েছে তার হাত ধরেই।
তুমুল জনপ্রিয় এই শিল্পীর পরিবারের সদস্যদের এখনকার চাওয়া খুব সামান্যই।
প্রথমে পুরান ঢাকার আরমানিটোলা এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দুই দফা জানাজা শেষে, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন এই শিল্পী।