বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে বিপাকে শ্রমজীবী মানুষ
দেশের বিভিন্নস্থানে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যানবাহন কম চলায় দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী ও অফিসগামী মানুষদের। বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় বিপাকে পড়েন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ।
এদিকে, পটুয়াখালীর নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বরিশাল: বরিশালে শনিবার সকাল থেকে তুমুল বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সকাল সাড়ে ৯টা থেকে একঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে বৃষ্টিতে যানবাহন কম থাকায় পায়ে হেঁটেই অনেক শিক্ষার্থীদের স্কুলে যেতে দেখা যায়। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষও। বৃষ্টির কারণে কাজে বের হতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
পটুয়াখালী: মুষলধারে বৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর জনজীবন। নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অভ্যন্তরীণ ১২টি রুটে ৬৫ ফুটের নীচে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলোকেগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
এছাড়া সিলেট, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটে পানি জমে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।