বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবন বই পড়া গুরুত্বপূর্ন মুন্সীগঞ্জে এটর্নি জেনারেল মাহবুবে
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও মাদ্রাসা পরিদর্শন এবং স্কুলের লাইব্রেরির জন্য মুক্তিযুদ্ধের ১৫ খন্ডের দলিল এবং বঙ্গবুন্ধর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরনকালে এটর্নি জেনারেল মাহাবুবে আলম বলেছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী বই পড়া গুরুত্বপূর্ন। বঙ্গবন্ধু জাতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে দীর্ঘদিন জেলও খেটেছে। তার আতœজীবনী বই পড়লে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে। এবং তার আদর্শ বুকে ধারন করতে পারবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের বই পড়লেও মুক্তিযুদ্ধ বিষয়ে নতুন প্রজন্ম জানতে পারবে। শনিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২ টা পযর্ন্ত উপজেলার টংগিবাড়ী পাইলট উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, মন্দির ও মাদ্রাসা পরিদর্শন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী বই ও মুক্তিযুদ্ধের ১৫ খন্ডের বই বিতরণ করেন।এসময় তিনি বিদ্যালয় গুলোর শিক্ষার্র্থীদের সঙ্গে শিক্ষার উন্নতি নিয়ে আলোচনা করেন। পরে তিনি বেতকা মাদ্রাসা মসজিদে মুসুল্লিদের সাথে মত বিনিময় ও এতিমদের সাথে দুপুরে খাবার গ্রহন করেন। এতে আরো উপস্থিত ছিলেন, ডেপুটি এটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী পরাগ,আওয়ামীলীগ নেতা স্বপণ মাঝি ও এডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ।