মুন্সীগঞ্জের ১১ ক্রিকেটারসহ অল্পের জন্য বেঁচে গেলেন, বেঁচে গেলেন গ্রীন লাইনের দুই শতাধিক যাত্রী
রুবেল মাদবর মুন্সীগঞ্জ প্রতিনিধি:
রিশালের সদর উপজেলার কীর্তনখোলা নদীরতালতলী এলাকায় বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় গ্রীন লাইন-২ লঞ্চের প্রায় দুই শতাধিক যাত্রী প্রাণে বেঁচে গেছেন। এই লঞ্চের যাত্রী ছিলো মুন্সীগঞ্জের ১১ ক্রিকেটার। এ ঘটনায় বালুবাহী ট্রলারটি সেখানেই ডুবে গেছে।শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের ধারে নেয়ায় মুন্সীগঞ্জের ১১ ক্রিকেটারসহদুই শতাধিক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।এদিকে নিচের অংশ ফেটে পানি উঠতে শুরু করলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লঞ্চের যাত্রীদেরকে অক্ষত অবস্থায় বিকল্প পথে লামছড়ি এলাকার তীরে নামিয়ে দেওয়া হয়েছে।ঘটনাস্থলে থাকা লঞ্চের এক যাত্রী বিষয়টি ফোনে আলাপে channel 4tvকে জানান , বিকেল সাড়ে ৩টায় গ্রীন লাইন-২ লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্গোটি পানিতে ডুবে গেছে। একই সঙ্গে গ্রীন লাইন-২লঞ্চের নিচের অংশও পানিতে তলিয়ে গেছে।এ দিকে গ্রীন লাইনের সব যাত্রীদের নামিয়ে সুন্দরবন-১২ লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজের ক্রুরাও নিরাপদে তীরে পৌঁছেছেন। উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’কে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএ’র বরিশাল বন্দরের নৌ-নিরাপত্তা কর্মকর্তা আজমল হুদা মিঠু।মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য জোনায়েদ আহম্মেদ channel 4TV কে জানিয়েছেন .আমিসহ ১১জন ক্রিকেটার মাওয়া হয়ে মুন্সীগঞ্জে পৌছেছি। আল্লাহই আমাদেরকে বাঁচিয়েছেন