পেন্টাগন পেপারস স্ক্যান্ডাল নিয়ে স্পিলবার্গের ছবি
১৯৭১ সালের বহুল আলোচিত ‘পেন্টাগন পেপারস’ ছিল ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ভূমিকা নিয়ে ‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকায় প্রকাশিত ধারাবাহিক রিপোর্ট। আলোচিত এই ‘পেন্টাগন পেপারস’ নিয়ে ছবি করছেন অস্কার জয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ।
ছবির নাম হতে পারে ‘দ্যা পোস্ট’। গোল্ডেন গ্লোব ব্রডকাস্টের পর ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
এই ছবিতে একসঙ্গে কাজ করছেন অস্কারজয়ী দুই তারকা টম হ্যাংকস এবং মেরিল স্ট্রিপ। টম হ্যাংকস থাকছেন ওয়াশিংটন পোস্ট এর সম্পাদক বেন ব্র্যাডলির ভূমিকায়। মেরিল স্ট্রিপ অভিনয় করছেন প্রকাশক ক্যাথরিন গ্রাহামের চরিত্রে।
ছবিতে দেখানো হবে সম্পাদক এবং প্রকাশক মিলে ‘ওয়াশিংটন পোষ্ট’-এ ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইতিহাস ধারাবাহিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। নিক্সন প্রশাসনের আপত্তি অগ্রাহ্য করে এই সিদ্ধান্ত নিতে দেখা যাবে তাদের।
ছবিটি অনেক গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে তৈরি করছেন পরিচালক। পেন্টাগন পেপারসকে দর্শকের সামনে আরও রোমাঞ্চকর হিসেবেই হাজির করার চেষ্টা করছেন স্পিলবার্গ।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন লিজ হান্না। যৌথভাবে প্রযোজনা করছে টুয়েনটিথ সেঞ্চুরি ফক্স এবং অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট। টাইমস অব ইন্ডিয়া।