ঘোড়াশাল মহা সড়কে টোল আদায়ের নামে চলছে সন্ত্রাসী কর্মকান্ড Channel 4TV
কে এম রুবেল .কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি Channel 4TV : কালিগঞ্জ-ঘোড়াশাল পৌরসভা থেকে বিভিন্ন ষ্ট্যান্ড ইজারা নিয়ে কালিগঞ্জ -ঘোড়াশাল মহাসড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায়ের নামে চলছে সন্ত্রাসী কর্মকান্ড ও লক্ষ টাকার চাঁদাবাজি। মহাসড়কে টোল আদায়ে নিয়ম না থাকা সত্যেও স্থানীয় ক্ষমতার অবৈধ প্রভাব দেখিয়ে মহাসড়কে চলাচলকারী অসহায় যান চালকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা।ওদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করার মত যেন কেউ নেই। এ অবৈধ টোল আদায়ের ফলে বাড়ছে যাত্রীদের দূর্ভোগ ।
স্থানীয় সূত্রে জানা যায় ইজারাদারদের অবৈধ নিয়োগকৃত টোল আদায়কারীরা ঘোড়াশাল -কালিগঞ্জ মহা সড়কে চলাচলকৃত যানবাহন চালকদের কাছ থেকে টোল আদায়ের জন্য লাঠি নিয়ে মহাসড়কে প্রকাশ্যে ঘোরাফেরা করে। কোন যানচালক টোল দিতে অস্বীকার করলে তাকে টোল আদায়কারীদের হাতে ও যানবাহনের ক্ষতি সাধন ও শারীরিক নির্যাতনের স্বীকার হতে হয় । ইজারাদাররা মহাসড়কের যত্রতত্র যানবাহন থামিয়ে বিধি বহির্ভূতভাবে টাকা আদায়ের ফলে মহাসড়কে দীর্ঘ যানজট লেগে থাকতে দেখা যায়। কোনো চালক এ টাকা দিতে অস্বীকার করলে গাড়ি ভাংচুর ও শারীরিকভাবে লাঞ্ছনাসহ নির্মম নির্যাতনের শিকার হতে হয়।
চালকরা জানায়,নির্যাতন ও গাড়ির ক্ষতি থেকে পরিত্রাণ পেতে আমরা এ টাকা দিতে বাধ্য হচ্ছি। এভাবে প্রতিদিন তারা আমাদের নিকট হতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিজেদের আখের গোচাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছক এক গাড়ী চালক জানায় টোলের নামে আদায়কারীকৃত বিধিবহির্ভূত ভাবে চাঁদা আদায়ের কারনে যাত্রীরা যানজটে পড়ে। ফলে যাত্রীদের কর্ম ঘন্টা নষ্ট হয়।স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের এ চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মাকান্ড বন্ধ করার বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান।