মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের প্রধান সড়কেবৃষ্টি হলেই পানিতে ভরে জনদূর্ভোগ সৃষ্টি হয়
রুবেল মাদবর Channel 4TV :
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় টঙ্গিবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ও টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল প্রাঙ্গন প্রবেশের মূলসড়ক দুটি সামান্য বৃষ্টি হলেই পানিতে ভরে জনদূর্ভোগ সৃষ্টি হয়। টঙ্গিবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদ স্যার Channel4tv কে জানান,আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ পথের জন্য একটি মাত্র রাস্তা কিন্তু সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়,যার কারনে ছোট ছোট শিশুরা আসা যাওয়া করতে অনেক সমস্যা হয়।তাছাড়া টঙ্গিবাড়ী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিক্লপনা প্রধান কর্মকর্তা ডা: এম.এ বাসার জানান, সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে যায় যার কারনে রোগীরা হাসপাতালে আসতে অনেক অসুবিধা হয়। টঙ্গিবাড়ী উপজেলার এ রাস্তা দুটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাফেরা করে স্বাস্থ্যকমপ্লেক এর রাস্তার পাশে রয়েছে বাজারের মসজিদ, সরকারী ভুমি অফিস, টঙ্গিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তারা সকলে এ দুর্ভোগের সমাধান চায়। এক পথচারী জানান যখন বৃষ্টি হলে
নামাজের সময় হলে পানি দিয়ে
মসজিদে যেতে হয়. আমি রিকশা দিয়ে যাচ্ছি নামাজ পরার জন্য. এই রাস্তা জন্য মানুশের দুর্ভোগ পোহাতে হয়. এবিষয়ে টঙ্গিবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা সহিদুল হক পাটোয়ারি বলেন,আমি মুন্সীগঞ্জ জেলা সড়ক অধিদপ্তরে কথা বলে রাস্তা দুটির মেরামত করার ব্যবস্থা নিব।