নীলফামারীর সৈয়দপুর কাল বৈশাখীর ঝড়ে কয়েকটি গ্রাম লন্ডভন্ড
শাহ মো: জিয়াউর রহমান, নীলফামারী Channel 4TV :
নীলফামারী সৈয়দপুরে কালবৈশাখীর ঝড়ে কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়েছে। গত সোমবার ভোর রাতে আধা ঘন্টা ব্যাপী কাল বৈশাখীর ঝাড় বৃষ্টিতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘর বাড়ী, ইরি-বোরো ধানের ক্ষেত শাক সবজী, ভুট্টা ক্ষেত, আম কাঠাল, বৈদ্যুতিক খুটিসহ গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড় বৃষ্টিতে শতাধিক একর জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে বসতঘর, গোয়ালঘর, মুরগীর ঘর, মক্তব ও মাদ্রাসার ঘর।
কামারপুকুর ধলাগাছ এলাকার কয়েকটি গাছের বাগান ভেঙ্গে পড়েছে। কিসামত মিস্ত্রীপাড়া এলাকার মৃত: তৈয়ব আলীর ছেলে জাহাঙ্গীরের বসতবাড়ী তিনটি ঘরেই ঝড়ে উড়ে ও ভেঙ্গে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। কামারপুকুর ইউনিয়ন পরিষদের পার্শেই আজিজারের ছেলে মঞ্জুর রহমানের ঘরে বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই বাড়ীর স্বামী স্ত্রী অল্পের জন্য প্রাণে বেঁেচ গেছে। এছাড়া দুটি গাছ ভেঙ্গে অপর ঘরের পড়ে ভেঙ্গে চুরমার হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিয়নে বিভিন্ন গ্রাম ঘুরে এসব ঘটনা জানা যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থরা মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্থরা সরকারী সহায়তা কামনা করছেন। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ক্ষতিগ্রস্থের কথা শিকার করে বলেন, উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান হয়েছে। কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান ক্ষতিগ্রস্থের কথা শিকার করে উপজেলা প্রশাসনকে সাহায্যের জন্য জানানো হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে উধ্বেতন কর্মকর্তার কাছে পাঠানো হবে।