ইয়েমেনের জন্য তহবিল সংগ্রহে জেনেভায় জাতিসংঘের শীর্ষ সম্মেলন
ইয়েমেনের জন্য তহবিল সংগ্রহে সুইডেন ও সুইজারল্যান্ড সরকারের সহায়তায় জাতিসংঘের পূর্ব নির্ধারিত জেনেভা শীর্ষ সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন থেকে ইয়েমেনকে ‘কিনারা থেকে টেনে তোলার আশা’ করা হচ্ছে। ইয়েমেনে বিশ্বের সর্ববৃহৎ মানবিক বিপর্যয় চলছে বলে জাতিসংঘ ইতোমধ্যে ঘোষণা করেছে।
সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের আগে থেকেই ইয়েমেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরীব রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।
দুই বছরের গৃহযুদ্ধের পর দেশটি চরম দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে বলে বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে।
বিবিসি জানায়, জাতিসংঘের হিসাব মতে ইয়েমেনের ২ কোটি ৫৬ লাখ মানুষের মধ্যে ১ কোটি ৯০ লাখ মানুষের জরুরি সহায়তা দরকার। প্রায় ৭০ লাখ মানুষ ভয়াবহ খাদ্য ঘাটতিতে ভূগছে। আর ২০ লক্ষ শিশু ব্যাপক পুষ্টিহীনতায় ভূগছে।
জরুরি ভিত্তিতে তাদের খাদ্য সহায়তা দরকার বলেও বিবিসি জানিয়েছে।
ইয়েমেনের এই সম্ভাব্য বিপর্যয় নিয়ে জাতিসংঘ বার বার সতর্ক করে আসছিল। সহায়তার জন্য জাতিসংঘ ২ দশমিক ১ বিলিয়ন ডলার সাহায্যের প্রয়োজনীয়তার কথা জানালেও এর মাত্র ১৫ শতাংশ সংগৃহীত হয়।
এ অবস্থায় সহায়তার প্রতিশ্রুতির জন্য ইয়েমেনের মন্ত্রীরা এই সম্মেলনে ভিড় করবেন বলে বিভিন্ন সাহায্য সংস্থা জানিয়েছে।
‘ইয়েমেনের দ্বন্দ্ব ভুলে যাওয়ার মতো নয়’ বলে সেভ দ্যা সিলড্রেনের ক্যারোলিন অ্যানিং বলেন, ইয়েমেনে শুধু খাদ্য সহায়তাই জরুরী নয়, সংঘাত নিরসনে কুটনৈতিক তৎপরতাও জরুরী। জেনেভা সম্মেলনে এই বিষয়টি প্রতীয়মান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।