বাজারে আসছে মানুষ নিয়ে উড়তে সক্ষম ফ্লাইং কার
সড়কে জ্যামের মধ্যে বসে না থেকে আকাশে উড়ালযান নিয়ে চলাফেরা করলে কেমন হতো? এতোদিনের এই কল্পনা এবার যেনো বাস্তব হচ্ছে। কেননা এবছরই বাজারে আসছে ফ্লাইং কার বা ছোট আকৃতির উড়ালযান।
একজন ব্যক্তিকে নিয়ে উড়তে সক্ষম এই বিশেষ উড়ালযান তৈরি করেছে সিলিকন ভ্যালি ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কিটি হক। ২০১৭ সালের শেষ নাগাদ এই ব্যক্তিগত ফ্লাইং মেশিনটি বাজারে আসবে বলে জানিয়েছে গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেইজের তত্ত্বাবধানে থাকা প্রতিষ্ঠানটি।
এই বিশেষ উড়ালযানে হেলিকপ্টারের পাখার মতো ৮টি ছোট পাখা থাকবে। যানটি আকাশে উঠবে এবং মাটিতে ল্যান্ডিং করবে হুবহু হেলিকপ্টারের মতো। ওজনে ১০০ কিলোগ্রামের যানটির গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার।
ইতোমধ্যে যানটি উড়তে সক্ষম এবং কতটা নিরাপদ সেসব পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। এখন যুক্তরাষ্ট্রে উড়াল দেয়ার অনুমতিও মিলেছে। সব প্রস্তুতি সম্পন্ন করে এখন ব্যক্তিগত উড়ালযানের স্বপ্নপূরণের দিনগোনা চলছে।
তাক লাগানো এই নতুন প্রযুক্তির একঝলক দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে কিটি হক।