জঙ্গি আস্তানার খোঁজে পুলিশের ব্লক রেইড অব্যাহত, টার্গেট একটি পাঁচতলা ভবন
শিবলী সাদিকের প্রতিবেদক Channel 4TV : জঙ্গি আস্তানার খোঁজে রাজশাহী নগরের হড়গ্রাম পুর্বপাড়া এলাকায় চলছে পুলিশের ব্লক রেইড। মঙ্গলবার সকাল থেকে রাজশাহী মহানগরের বিপুল পরিমান পুলিশ এ অভিযান শুরু করে। তবে এ অভিযানকালে কিছু পাওয়া গেছে কিনা তা জানায় নি পুলিশ।
তবে পুলিশের একটি সূত্র দাবি করেছে, কোট ডিগ্রী কলেজের পাশের একটি পাঁচতলা ভবন টার্গেট করে এই পুলিশের এই ব্লক রেইড শুরু হয়। ওই ভবনটি পুলিশ মঙ্গলবার ভোর থেকেই ঘিরে রেখেছে। তবে ওই ভবনে পুলিশ প্রবেশ করে তল্লাশী জানিয়েছে কিনা তা জানা যায়নি। তবে ওই ভবনকে টার্গেট করে সতর্কতামূলক পুরো এলাকায় ব্লক রেইড করা হচ্ছে বলেও সুত্রটি জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নগরীর ২ নং ওয়ার্ডের রাজপাড়া থানার হড়গ্রাম পুর্বপাড়া এলাকায় অবস্থিত কোর্ট ডিগ্রী কলেজের পাশের কয়েকটি বাড়ি ঘিরে ফেলে। এর পর ঘিরে ফেলে হয় পুরো পুর্বপাড়া এলাকায়। সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ পূর্বপাড়ার আলীগঞ্জ ও রাণীদীঘি এলাকায় বাড়ি বাড়ি তল্লাশী চালায়। দুপুরের পর থেকে কোট কলেজের আশপাশের এলাকায় তল্লাশী শুরু করে। অভিযানের এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় পিআইবির সদস্যরা।
সকাল থেকে ওই এলাকার সকাল রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ভিতরে কাউকে যেতে বা বের হতে দেয়া হচ্ছে না। লোকজনকে বাড়ির বাহিরে বের হতে নিষেধ করা হয়েছে। এ অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম সন্ধ্যা ৬টার দিকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগর পুলিশ এই ব্লক রেইড শুরু করে। যা অব্যাহত রয়েছে। তবে এ অভিযানের বিষয়ে গণমাধ্যমে জানানোর মত কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি।