সুবর্ণচরে বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, শতশত পরিবার খোলা আকাশের নিচে
নোয়াখালী প্রতিনিধি Channel 4TV : নোয়াখালী সুবর্ণচর উপজেলায় কাল বৈশাখী ঝড়ে বাড়ী ঘর, গাছ-পালা, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গ্রামের সড়ক গুলিতে গাছ-পালা ভেঙ্গে পড়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। সোমবার দুপুর ২টায় প্রচন্ড ঝড়ে সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের শতশত ঘর বাড়ী টিনের চালা উড়িয়ে নিয়ে যায় এতে উক্ত গ্রামের আবদুল মান্নান, সিরাজ, আবদুল হক, আবদুল কাদের, লিটন, অলি উদ্দিন, ফারুক, নুর নবী, মোস্তফা মিয়া, জামাল উদ্দিন, হক সাহেব, সোহাগ, মাঈন উদ্দিন, শেখ ফরিদ, মাওলানা ড্রাইভারের বাড়ী সহ মোট ১৫০টি বাড়ী সম্পূর্ণ বিধস্ত হয়। ক্ষতিগ্রস্থরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫কোটি টাকা। বর্তমানে ঐ পরিবার গুলো খোলা আকাশের নিচে বাস করছে। ৩নং চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার জানান সোমবার দুপুর ২টায় একটি ঘুণিঝড়ে দক্ষিণ চরক্লার্ক গ্রামের শতশত পরিবারের ঘর বাড়ী উড়িয়ে নিয়ে যাওয়ার খবর শুনে ঘটনারস্থল পরিদর্শন করেন। ৭নং ওয়ার্ড মেম্বার আশ্রাদুল হক জানান অসহায় পরিবার গুলি মানবেতর জীবন যাপন করছেন, তারা অতি দ্রুত ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন। সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ এর সাথে আলাপ কালে তিনি জানান ঘটনাটি আমি শুনেছি এবং ঘটনারস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছি এবং ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে সহযোগিতা করা হবে।