আমার মেয়ে (রাউধা) আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।
শিবলী সাদিকের প্রতিবেদক : মেডিকেল ছাত্রী মডেল রাউধা আথিফের বাবা ডা. মোহাম্মদ আথিফ আবারো অভিযোগ করেছেন, আমার মেয়ে (রাউধা) আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নানা নাটক সাজিয়ে এ হত্যাকান্ড ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। যারা সত্য লুকাচ্ছে তাদের শাস্তি চাই।
সোমবার সকালে রাজশাহী নগরের হেতেমখাঁ কবরস্থান থেকে রাউধার লাশ লাশ উত্তোলনের পর সাংবাদিকদের এসব কথা বলেন ডা. আথিফ। দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশ রাউধার লাশ উত্তোলন করা হয়।
ডা. আথিফ বলেন, আমি শুধু রাউধার বাবাই নয়, আমি একজন চিকিৎসক। আমি রাউধর গলায় ফাঁসের চিহ্ন দেখতে পাইনি। দেখতে পেয়েছি তার গলায় হাতের চিহ্ন। তার গলায় সুতি কাপড়ে ঝোঁলার কোন চিহ্ন ছিলো নাই। যারা মেডিকেলে পড়াশোনা করেন তারা জনে যে, কেউ আত্মহত্যা করলে তাকে ছোয়া যাবে না।
তিনি বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরে ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে নানা নাটকের জন্ম দিয়েছে। তবে সিআইডি ঘটনাটি তদন্ত করছে, আমি আশা করছি এবার রাউধার মৃত্যুর সঠিক কারণ বের হয়ে আসবে।
গত ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ।