শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ১০ ঘন্টা বিদ্যুৎ শূন্য
টি.আই সানি,গাজীপুর Channel 4TV :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ঘড়বাড়ি, গাছপালা ও পাকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গল বার সন্ধায় উত্তর-পশ্চিম দিক থেকে এ ঝড় আঘাত হানে। এ সময় মুষলধারে বৃষ্টিও হয়।
এতে উপজেলার মাওনা,গাজীপুর,তেলিহাটী,বরমী,কাওরাইদ,গোসিংগা,রাজাবাড়ী,প্রহলাদপুর ইউনিয়নসহ প্রাায় ২৮টি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বংস হয়। ঘণ্টাব্যাপী এ কাল বৈশাখী ঝড়ে প্রায় ২ হাজার ফলজ ও বনজ গাছ ভেঙে পড়ে।
এছাড়া প্রায় ৩ হাজার হেক্টর পাকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে খাল সংলগ্ন প্রায় ১ হাজার হেক্টর জমির পাকা ধান পানিতে নেতিয়ে পড়েছে। তবে এ ঝড়ে কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।