কালীগঞ্জে মাদক বিরোধী সভা
মোঃ লোকমান হোসেন পনির, কালীগঞ্জ, গাজীপুর Channel 4TV : গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে উপজেলার স্থানীয় প্রতিনিধিদের করনীয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর’র উদ্যোগে পৌর মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর এর পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলম’র প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইফতেখারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, পৌর মেয়র লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, অফিসার ইনচার্জ আলম চাঁদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম তোরণ, পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, সাংবাদিক জহিরুল ইসলাম, তুমলিয়া ইউপি সদস্য মাহফুজুর রহমান প্রমূখ।
এসময় উপস্থিত প্রতিনিধিগণ মাদকের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে একত্রে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
ক্যপশনঃ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত।