মেহেরপুরে ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান
আল-আমীন,সিনিয়র স্টাফ রিপোর্টার Channel 4TV :
মেহেরপুরে ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে তামাক চাষীদের হয়রানী না করার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকার চাষীরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে তামাক চাষী মতিয়ার রহমানের নেতৃত্বে জেলার বিভিন্ন গ্রামের প্রায় দুই শতাধিক চাষী জেলা প্রশাসক পরিমল সিংহ-এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমসহ এলাকার তামাক চাষীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী এলাকার ৩০০ চাষীকে ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেড তামাক চাষের প্রয়োজনীয় উপকরণ ও ঋণ প্রদান করেন। অথচ চাষীদের ঋণের টাকা পরিশোধ বাবদ তামাক ক্রয় করলেও বাকি তামাক ক্রয় করছে না কতৃপক্ষ। এ অবস্থায় চাষীরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার তামাক চাষীরা ।