জিপিএ ফাইভের লোভ দেখিয়ে ফেসবুকে সক্রিয় প্রতারক চক্র
দশ থেকে ১২ হাজার টাকা খরচ করলেই এসএসসিতে জিপিএ ফাইভ পাইয়ে দেয়ার নিশ্চয়তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে প্রতারক চক্র। ফেল থেকে পাস করিয়ে দেয়ারও নিশ্চয়তা দিচ্ছে তারা। এ প্রতারকদের খপ্পরে না পড়তে অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
এসএসসি পরীক্ষার ফল যাই হোক, তা পরিবর্তন করিয়ে দিতে পারে, ফেইসবুকে এমন প্রচার চালানো একটি চক্রের একজনের সঙ্গে কথা বলছিলেন ময়মননিংহের এক অভিভাবক।
৪ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে ওই ব্যক্তির ফেইসবুক এর ইনবক্সে বার্তা আসতে থাকে। শুধু এ অভিভাবকই নন, এমন বার্তা পেয়েছেন লাখ লাখ অভিভাবক।
ফেসবুকে দেখা গেলা, ‘রেজাল্ট পরিবর্তন করতে চাই’ নামে পৃষ্ঠা খুলেছে একাধিক চক্র। বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের নাম ব্যবহার করে অর্থ লেনদেনের জন্য মোবাইল নম্বরও দেয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি স্রেফ প্রতারণা। ফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এমন চক্র সক্রিয় হয়ে ওঠায় তাৎক্ষণিক ভাবে বিষয়টি গোয়েন্দাদের নজরে আনার নির্দেশ দেন তিনি।
এ ধরনের প্রতারকদের ধরিয়ে দিতে অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গত কয়েক বছর ধরে প্রতিটি পাবলিক পরীক্ষার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব তুলে আসছিল প্রতারকরা।
ঢাকা শিক্ষা বোর্ড বলছে, ওইসব প্রতারণা চক্রের অনেককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।