দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো আসবে ডিজিটাল প্রকল্পের আওতায়
দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল প্রকল্পের আওতায় আনার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মহেশখালীকে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠান থেকে চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর উপলক্ষে পোর্ট এক্সপোরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বন্দরের সুনাম বাড়াতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
দেশের দক্ষিণ উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া দ্বীপ মহেশখালী। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে দেশের সর্বোচ্চ উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধার আওতায় আসলো প্রত্যন্ত এ অঞ্চলটি। এখন থেকে সোয়া তিন লাখ দ্বীপবাসী শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তিসহ নির্ভর সেবা পাবে।
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের অংশ হিসেবে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড 'মহেশখালী প্রকল্পের' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি পর্যায় ক্রমে দেশের প্রত্যন্ত সব অঞ্চলকে ডিজিটাল প্রকল্পের আওতায় আনার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, 'শুধু মহেশখালী নয়, আমরা পর্যায়ক্রমিকভাবে আরো এরকম যে সমস্ত বিচ্ছিন্ন এলাকা আছে সেসব এলাকাতেও এই ডিজিটাল পদ্ধতিটা চালু করে দেবো। জলবায়ু পরিবর্তনের ফলে যে অসুবিধাটা দেশের মানুষের হতে পারে বা কখনো আবহাওয়া খারাপ হলে সে তথ্যটা দ্রুত পেয়ে তার জন্য যথাযথ পদ্ধতি গ্রহণ করতে পারি তার জন্যও এই ডিজিটাল পদ্ধতি বিরাট অবদান রাখবে। সেই বিষয়গুলো মাথায় রেখে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা মহেশখালীর মতো একটা দ্বীপে আমরা করতে পারছি। তাতে ঐ অঞ্চলের মানুষ আরো উন্নতমানের শিক্ষার সুযোগ পারে, চিকিৎসা, কর্মসংস্থানের সুযোগ হবে। আর ঐ দ্বীপে বসেই বিশ্বটা তাদের হাতের মুঠোয় চলে আসবে। সারা বিশ্বকে তারা জানতে পারবে। দেশে বিদেশে যোগাযোগ রাখতে পারবে।'
এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর উপলক্ষে আয়োজিত পোর্ট এক্সপো'র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, দক্ষ, নিরাপদ ও পরিবেশবান্ধব বন্দর গড়ে তুলতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
শেখ হাসিনা বলেন, 'আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদেরও এই বন্দর ব্যবহার করার সুযোগ রয়েছে যেটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আরো বেশি সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে।'
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরে কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে হতাহত শ্রমিকদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।