ব্রেক্সিট বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কে প্রভাব ফেলবে না, প্রধানমন্ত্রীকে ক্যামেরন
ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। একই সঙ্গে ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্য-বাংলাদেশ এর মধ্যেকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় কার্গো বিমান সম্পর্কিত নিষেধাজ্ঞা ইস্যু সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দক্ষিণ অঞ্চলে রেললাইন নির্মাণে ব্রিটিশ কোম্পানিকে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে ক্যামেরন বাংলাদেশের উপর থেকে কার্গো বিমানের নিষেধাজ্ঞা সমস্যা দ্রুতই সমাধান হবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ক্যামেরন বলেন, ব্রিটিশ উদ্যোক্তারা বিনিয়োগ করতে এখন বাংলাদেশে আসছেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম এবং ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।