মুন্সীগঞ্জে শিশু পার্ক চাই এটাই দাবি জেলা বাসির
রুবেল মাদবর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি Channel 4TV :
মুন্সীগঞ্জে শিশু পার্ক চাই শিশুদের জন্য বিনোদন কেন্দ্রের গড়ে তোলার দাবি জানানো হয়েছে। মুন্সীগঞ্জের শিশু ভিত্তিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এই জেলার মাননুষের দীর্ঘদিনের দাবি এটি। প্রাচীন সভ্যতার এ জনপদে বর্তমানে শিশুদের মনন বিকাশে কোন বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। মুন্সীগঞ্জ পৌর শিশু পার্ক থাকলেও সেটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মাঝে মাঝে দেখা যায় মুন্সীগঞ্জ ফিশারী, মুক্তারপুর সেতুসহ বিভিন্ন জায়গায় অনেক অভিভাবককে তাদের সন্তানদের ঘুরতে নিয়ে আসতে দেখা যায়। এই অঞ্চলের সর্বস্তরের মানুষ দীর্ঘদিনের দাবি মুন্সীগঞ্জে একটি শিশু পার্ক চাই। খুব মনে পড়ে এই শিশু পার্কের জন্য কত সভা মানব বন্ধন করেছিলাম। সেই সব সহযোদ্ধাদের খুব মনে পড়ে। এক বড় ভাই সেদিন বললেন তার সন্তানকে নিয়ে ঢাকা শিশু পার্কে যাবেন। কিন্তু জেলার সকল মানুষের পক্ষ কি সম্ভব তার সন্তানকে ঢাকা শিশু পার্কে নিয়েযাওয়া?? ইচ্ছা থাকলেও অর্থের জন্য সকলের পক্ষে এটা সম্ভব না। আমাদের এই জেলার মানুষের কত দাবি নিরবে হারিয়ে গেছে,যা আজো আদৌ আলোর মুখ দেকতে পারেনি। মুন্সীগঞ্জে একটি শিশু পার্কআমাদের খুব দরকার।মুন্সীগঞ্জ বিক্রমপুর তরুণ সংঘের সভাপতি ডা. আসিফ মাহমুদ বলেন, মুন্সীগঞ্জে শিশু বিনোদন কেন্দ্র এখন সময়ের দাবি। শিশুদের মেধা মনন বিকাশে শিশু বিনোদন কেন্দ্রের বিকল্প নেই। মুন্সীগঞ্জ শিশু সংসদের উপদেষ্টা জেবুন্নাহার বেগম বলেন, মুন্সীগঞ্জ বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি শিশু বিনোদন কেন্দ্র। লাইব্রেরি ফর দা চিলড্রেন এর সভাপতি ফারক হোসেন জানান, শিশুদের বিনোদন কেন্দ্র তৈরি করা হলে শিশুদের জন্য বড়কল্যান হবে। সতীর্থ ২০০৭ এর সভাপতি ফরহাদ তালুকদার সবুজ বলেন,মুন্সীগঞ্জে একটি শিশু পার্ক আমাদের অনেক দিনের দাবি। শিশু সংগঠক রানা মাসুদ বলেন,শিশুদের জন্য শিশু পার্ক তৈরির কোন বিকল্প নেই। শিশু সংগঠক মমো: সৌরভ হোসেন বলেন,মুন্সীগঞ্জেএকটি শিশু পার্ক আমাদের দীর্ঘদিনের দাবি। প্রশাসন দ্রুত এই দাবিটি পূরণে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করছি। শিশু পার্ক বা শিশু বিনোদন কেন্দ্রের জন্য দীর্ঘদিন যাবৎ মানববন্ধনসহ বিভিন্ন কর্মূসূচি করে আসছেন অন্বেষণ বিক্রমপুর,মুন্সীগঞ্জ শিশু সংসদ, লাইব্রেরি ফর দ্যা চিলড্রেন,এনসিটিএফসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মুন্সীগঞ্জের সাংস্কৃতিক কর্মিদের দীর্ঘ আন্দোলনে এই দাবিটি পূরণে প্রশাসন প্রযোজনীয়উদ্যোগ নিবেন বলে প্রত্যাশা করছেন মুন্সীগঞ্জের সবস্তরের মানুষ।