৩ মে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সাভারবাসীর সাথে কথা বলবেন
আব্দুস সাত্তার,আশুলিয়া Channel 4TV :
আগামী ৩ মে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক মুক্ত সমাজ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাভারবাসীর ভিডিও কনফারেন্সে এক কথোপকথন হবে বলে এক প্রস্তুতিমূলক সভায় জানানো হয়েছে। রোববার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান।
এসময় স্থানীয় সংসদ সদস্য জানান, আগামী ৩ মে সকালে জঙ্গীবাদ ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারবাসী’র সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সাভার বাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার পৌঁর মেয়র আব্দুল গণি, পৌঁর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ ও আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর, যুবলীগ নেতা কবির হোসেন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।