হাওরে বিনামূল্যে কৃষি উপকরণ দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর
আগামী মৌসুমে হাওরবাসীকে বিনামূল্যে কৃষি উপকরণ দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে হাওরের ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, হাওরাঞ্চলে কোন মানুষ না খেয়ে থাকবে না। পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত হাওরবাসীকে সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি তার।
অকাল বন্যায় তলিয়ে যাওয়া হাওরবাসীর দুর্দশা নিজে চোখে দেখতে সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসেন জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা শাল্লায়। সকাল দশটায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার পৌঁছায় শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে।
সেখানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফসলহারা এ জনপদের মানুষের প্রয়োজনীয় সব ধরণের খাবার জোগান দেবে সরকার। সেই সাথে তাঁর আশ্বাস, আগামি মৌসুমে এ অঞ্চলে বিনা মূল্যে কৃষি উপকরণ দেয়ার।
ভাটি অঞ্চলের দিশেহারা মানুষগুলোর কৃষিঋণ আপাতত স্থগিতের কথা বলেন শেখ হাসিনা। একইসাথে হুঁশিয়ারি দেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ এবং জনদুর্ভোগের সুযোগ নিয়ে কেউ পণ্য কালোবাজারি করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। হাওরবাসীকে পরামর্শ দেন, এক ফসলি চাষাবাদ থেকে সরে এসে, একাধিক ফসল ফলানোর ব্যাপারে উদ্যোগী হতে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণের পর স্পিড বোটে চড়ে কয়েকটি দুর্গত গ্রাম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।