মালিক ও শ্রমিককে একে অন্যের পরিপূরক হতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালিক ও শ্রমিককে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। কারখানার উন্নয়েনের চেষ্টা ছাড়া শ্রমিকের উন্নয়ন হবে না। আর মালিকদের কাছে আহ্বান, শ্রমিকরাই মালিকদের অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছেন। সুতরাং তাদের চাওয়া পাওয়া ও নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখতে হবে মালিকেরই।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, বেতন-ভাতা বৃদ্ধির জন্য শ্রমিকদের আন্দোলন করতে হবে না। আমরাই বেতন-ভাতা বৃদ্ধি করে দিবো। চাকরিজীবীদের বেতন আমরা বাড়িয়েছি। এর আগে শ্রমিকের বেতনও আমরাই বাড়িয়েছি। আপনারা শ্রম দেন। সেটার মূল্য আপনারা পাবেন।
আওয়ামী লীগ সবসময় খেটে খাওয়া সংগ্রামী মানুষের জন্যই রাজনীতি করে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।