জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে না পারলে জুটবে না মনোনয়ন: কাদের
হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্য।
এমনটাই জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, বিজয় নিশ্চিত না হলে কাউকেই নির্বাচনের টিকিট দেবে না ক্ষমতাসীন দল। আর এক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে শিক্ষিত ও জনপ্রিয় প্রার্থীদের।
ক্ষমতার এই মেয়াদে তিন বছরেরও বেশি সময় পার করেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এরই মাঝে একাদশ নির্বাচন নিয়ে মাঠে ক্ষমতাসীন দল। কিন্তু মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের অনেককে নিয়েই অস্বস্তি আছে দলে। যার স্বীকারোক্তি মিললো দলটির সাধারণ সম্পাদকের কথায়ও।
তিনি জানান, বিভিন্ন জরিপে সরকারের জনপ্রিয়তা বাড়লেও সংসদ সদস্যের অনেকের জনপ্রিয়তারনেমেছে শূন্যের কোটায়। সময় থাকতেই ওইসব সংসদ সদস্যদের জনগণের সাথে যোগাযোগ বাড়িয়ে অবস্থান ভালো করার পরামর্শও দেন সাধারণ সম্পাদক। তা না হলে আগামী নির্বাচনে তাদের ভাগ্যে জুটবে না দলের টিকিট।
একই সুরে কথা বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকও। তিনি জানান, যাদেরকে মনোনয়ন দিলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় নিশ্চিত হবে, চুলচেড়া বিশ্লেষণের পর তারাই মনোনয়ন পাবে। যার দেখভাল করছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী স্বয়ং। দু-নেতাই আশা, যেসব এমপির জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ আগামী এক বছরের মধ্যেই পরিস্থিতি সামলে উঠবেন তারা।