শৈলকুপায় ব্রীজ ভেঙ্গে চলাচলে বিঘœ:ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ Channel 4TV :
ঝিনাইদহ শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ক্যানেলের ব্রীজটি আংশিক ভেঙ্গে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে যান চলাচলে বিঘœ সৃষ্টি ঘটছে। এটি শৈলকুপা-হাটফাজিলপুর ও আবাইপুর এলাকার মানুষের একমাত্র চলাচলের সংযোগ সেতু। স্থানীয় ভাবে এটা ধামখোল ব্রীজ বলে পরিচিত।
এই ব্রীজ দিয়ে হাটফাজিলপুর থেকে শৈলকুপা, ঝিনাইদহ হয়ে যাত্রীবাহি বাস সরাসরি খুলনায় যাতায়াত করে। এছাড়াও মালবাহী ছোট-বড় পরিবহন চলাচলতো আছেই। বেশ কিছুদিন যাবৎ আংশিক ধ্বসে পড়া সেতুটি যে কোন সময় সম্পূর্ণ ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘটতে পারে প্রান ঘাতির মত বড় ধরণের দূর্ঘটনা। তাই অতিদ্রুত ব্রীজটি পূণ:নির্মাণ অথবা সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগি ও স্থানীয়রা।