পদ্মায় ডুবে নিহত ৫ জনের পরিবার পেলো ২০ হাজার টাকা করে অনুদান
শিবলী সাদিক Channel 4TV : কালবৈশাখী ঝড়ে রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুসহ পাঁচজনের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। রাজশাহী জেলা ও ত্রাণ ও পূন:বাসন অফিস থেকে সরকারের পক্ষ থেকে এ সহযোগিতা দেয়া হয়েছে। নিহতদের দাফন ও আনুসাঙ্গিক খরচ মেটাতে এ অর্থ দেয়া হয়েছে।
রাজশাহী জেলা ত্রাণ ও পুন:বসন কর্মকর্তা আমিনুল হক জানান, পদ্মা নদী থেকে যে পাঁচটি লাশ উদ্ধার হয়েছে তাদের দাফন-কাফন ও আনুসাঙ্গিক ব্যায় বহনের জন্য রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
এরআগে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দমকল কর্মীরা পাঁচজনের লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম।
এরা হলেন, নগরীর দরগাপাড়া এলাকার সারোয়ার হোসেন রফিক (৪৫), রবিন (২৮), খানপুরের আসাদুল (৪৫) এবং শাহমুখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র আবুল আহাদ (৯) ও তামিম (৯)।
রোববার রাত ৭টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নগরের দরগাপাড়া এলাকায় পদ্মা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। পদ্মার মাঝের চর থেকে কয়েকজন যাত্রী নিয়ে বড়কুটি ঘাটে ফেরার সময় মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এতে পাঁচজন নিখোঁজ হয়েছিল বলে জানা যায়। সোমবার দিনভর দমকল কর্মীরা লাশ উদ্ধারে পদ্মায় তল্লাসী চালায়।
মঙ্গলবার ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দুরে পদ্মার নদীর তালাইমারি এলাকায় পাঁচটি লাশ ভেসে উঠে। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। পরে তিনজনের লাশ পরিবারের সদস্য ও দুই শিশুর লাশ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।