সৌদিতে বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবন
সৌদি আরবে প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন কয়েকশো বাংলাদেশি শ্রমিক। বেতন-ভাতার দাবিতে জেদ্দার আল খোদরী কোম্পানির সামনে অবস্থান নিয়েছেন তারা।
অনাহারে-অর্ধাহারে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শ্রমিকরা জানান, সাপ্লাই কোম্পানির আবু তাহের, আলী ও আজাদ নামে দালালের মাধ্যমে আল-খোদরি কোম্পানিতে যোগ দেন তারা। এ জন্য দালালদের দেন, ৬-৭ লাখ টাকা।
তবে ১০-১১ মাসের বেতন বকেয়া রেখেই তাদের চলে যেতে বলা হচ্ছে। আল-খোদরি কোম্পানির দাবি, শ্রমিকদের সব বেতন সাপ্লাই কোম্পানির কাছে পরিশোধ করেছেন তারা। কাজ কম থাকায়; সাপ্লাই কোম্পানিকে তাদের শ্রমিক ফিরিয়ে নিতে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে সাপ্লাই কোম্পানির কেউ কথা বলছেন না। এমনকি তাদের ফোনও বন্ধ রয়েছে। এ নিয়ে জেদ্দার শ্রম কাউন্সিলে অভিযোগ করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে একজন কর্মকর্তা নিয়োগ করেছে, শ্রম কাউন্সিল