মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাভারবাসী’র ভিডিও কনফারেন্স
পূর্ব ঘোষণা অনুযায়ী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারের জনসাধারণের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারী গণভবন থেকে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ভিডিও করফারেন্সের মাধ্যমে কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক বিষয় আলোচনা করেন। পাশাপাশি সরকারে উন্নয়ণেও তুলে ধরেন। পরে তিনি জনসাধারনের কথা ও প্রতিক্রিয়া শুনেন।
এর আগে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখনই দেশের একটি গোষ্ঠী সন্ত্রাসী মূলক কর্মকান্ডে লিপ্ত হয়। সন্ত্রাসীদের বর্তমান আওয়ামী লীগ সরকার কঠোর হাতে দমন করছেন। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ারও আহবান জানান।
স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, জেলা প্রশাসকসহ পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
এদিকে যুবলীগ নেতা কবির হোসেন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা র্যালী নিয়ে ভিডিও কনফারেন্সে যোগ দেন। সর্বস্তরের জনসাধারনও এতে অংশগ্রহণ করেন।