গণমাধ্যমের উপর চাপের অভিযোগ মানেন না তথ্যমন্ত্রী
সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর নানামুখী চাপ আগেও ছিলো, এখনো আছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিকরা। তারা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশ আংশিক স্বাধীন।
তবে আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের উপর কোন চাপ নেই।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আয়োজনে ‘বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের বর্তমান চিত্র’ বিষয়ে এ সেমিনারের আয়োজক জাতীয় প্রেসক্লাব। অংশ নেন সম্পাদক, সাংবাদিক নেতা ও সিনিয়র সাংবাদিকরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
মুক্ত সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে এমন কোন আইন বা আইনের ধারা বাতিল করার দাবি জানান আলোচকরা। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র বা সরকারের প্রতিপক্ষ নয়, সহযাত্রী।
বক্তারা বলেন, সীমাবদ্ধতা থাকলেও গণমাধ্যমকে সৎ, সাহসী ও ভালো সাংবাদিকতা করার চেষ্টা করে যেতে হবে।