আশুলিয়ায় বাল্যবিবাহরোধে শিক্ষার্থীদের মানববন্ধন
বাল্য বিবাহ নারী মাতৃ-মৃত্যুর হার বাড়ায়’ এ শ্লোগানকে সামনে রেখে আশুলিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশ প্রচেষ্টা প্রকল্প গণকবাড়ি শাখা ও বকসি আদর্শ পাবলিক স্কুলের উদ্যোগে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় বাল্য বিবাহ শিশুর শারিরীক ও মানসিক বিকাশ বাঁধাগ্রস্থ হয়, বিবাহ যদি হতে হয় ১৮ এর নিচে নয় এদাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এতে বক্তাব্য রাখেন, বকসি আদর্শ পাবলিক স্কুলের পরিচালক রেজাউল করিম, প্রধান শিক্ষক কাথিরাম রায়, কারিতাস প্রচেষ্টা প্রকল্পের এডুকেটর দেবব্রত মজুমদার, ইউনিট অফিসার দিলদার হোসেন, নোয়েল পাপ্পু দাস, প্যারামেডিক বেরুনিকা ত্রিপুরা প্রমূখ।