সুনামগঞ্জে এনজিও ঋনের কিস্তি আদায় স্থগিত করার দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি
সুনামগঞ্জ প্রতিনিধি Channel 4TV :
সুনামগঞ্জে এনজিও ঋনের কিস্তি টাকা আদায় স্থগিত করার দাবী জানিয়ে বিক্ষোব মিছিল ও স্মারকলিপি দিয়েছে তৃনমূল নারী উদ্যোগতা সোসাইটি। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল সহকারে শহর প্রদক্ষিন শেষে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিআরা বেগম শাম্মীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারী সাবেক কাউন্সিলর কলি তালুকদার আরতি,শিক্ষক নেত্রী সালেহা মজিদ,মনোয়ারা বেগম,রিনা বেগম,শিল্পী বেগম ও দোলন বেগম সহ স্থানীয় নারী সংগঠনের প্রতিনিধি বর্গ। সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল কর্মসুচির সাথে একাত্মতা ঘোষনা করেন। পরে তিনি নারী নেত্রীদেরকে নিয়ে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। বক্তরা বলেন,সুনামগঞ্জ পৌরসভা সহ জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক কৃষকরা হয়েছেন ফসলহারা। আজ অনেক পরিবারের মাথা গুজার ঠাই পর্যন্ত নেই। এসব দেখা স্বত্তেও কোন কোন এনজিও প্রতিষ্ঠান বাড়ী বাড়ী গিয়ে পৌর নাগরিকদের কাছে ঋনের টাকার কিস্তি আদায়ের জন্য তাগিদ দিচ্ছে যা রীতিমতো অমানবিক। প্রধানমন্ত্রী এনজিও ঋনের টাকার কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এরপরও কোন এনজিও যদি ঋনের টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করে তাহলে তাদেরকে বাড়ীতে বেধে রাখবেন।