অনলাইনই সাংবাদিকতার ভবিষ্যত, মূলধারার গণমাধ্যমকে আরো বেশি ডিজিটাল হওয়ার পরামর্শ
বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এখনও ডিজিটাল সময় থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, প্রযুক্তিকে স্বাগত জানাতে না পারলে পিছিয়ে পড়তে হবে। অনলাইন মিডিয়াকেই ভবিষ্যত মানছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার সকালে কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশন আয়োজিত ‘ডিজিটাল মিডিয়ার হুমকি ও প্রত্যাশা’ শীর্ষক বাংলাদেশ-ভারত সংলাপে এই মন্তব্য করেন। অনলাইনই সাংবাদিকতার ভবিষ্যত, তাই বাংলাদেশের মূলধারার গণমাধ্যমকে আরো বেশি ডিজিটাল হওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশন।
অনলাইনের প্রভাবে মুদ্রণমাধ্যম কি একসময় হারিয়ে যাবে? ইন্টারনেটের কারণে টেলিভিশনগুলোর চরিত্র কি বদলাতে হবে? সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক-টুইটারের কারণে অনলাইন গণমাধ্যমই বা কোথায় গিয়ে দাঁড়াবে? এরকম সব প্রশ্ন নিয়ে কমনওয়েলথ দেশগুলোর সাংবাদিকদের সংগঠনের উদ্যোগে ঢাকায় এ আলোচনায় অংশ নেন বাংলাদেশ ও ভারতের সাংবাদিকরা।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।