গাংনীতে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৩জন আহত
আল-আমীন,সিনিয়র স্টাফ রিপোর্টার Channel 4TV : মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধাসহ ৩জন আহত হয়েছেন। আহতরা হলেন-রাজারপাড়া হেমায়েতপুর গ্রামের মৃত জতিল উদ্দীন বিশ্বাসের ছেলে মুক্তিযোদ্ধা আকবর আলী (৬৬),রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও রাজারপাড়া হেমায়েতপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী শহিদা খাতুন (৪৫),পাশ্ববর্তি ইকুড়ীয়া গ্রামের আজিজুল হকের ছেলে জুয়েল রানা উজ্জল (২২)।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারপাড়া হেমায়েতপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,ইকুড়ীয়া গ্রামের মোস্তাক আলীর প্রতিবন্ধী মেয়ে স্বপ্না খাতুনের সাথে দু’বছর পূর্বে বিয়ে হয় হেমায়েতপুর গ্রামের হাসান আলীর। স্বপ্না প্রতিবন্ধী হওয়ায় বিয়ের সময় বর হাসান আলী স্বপ্নার বাবার সাথে যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। বিয়ের পর হাসান তার শ্বশুরের দেয়া টাকা দিয়ে কর্মের উদ্দেশে মালয়েশিয়া গিয়েছিলেন। হাসান মালয়েশিয়া থেকে সম্প্রতি বাড়ি ফিরে পূনরায় যৌতুক ও শ্বশুরের সাথে দু’বিঘা জমি দাবী করেন। তার এ দাবী মেনে না নেয়ায় শ্বশুরের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় হেমায়েতপুর বাজারে এনিয়ে হাসান তার শ্বশুরের নিকট আতœীয় জুয়েল রানা উজ্জলকে প্রকাশ্যে চাকু দিয়ে কুপাতে থাকে। খবর পেয়ে উজ্জলের আতœীয় মুক্তিযোদ্ধা আকবর আলী ও সহিদা খাতুন এগিয়ে আসলে,তাদেরও হামলা করা হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে খবর পেয়ে স্থানীয় পুলিশ সদস্যরা হামলাকারী হাসান আলী গ্রেফতার করে গাংনী থানায় নেয়।