অপারেশন বন্ধ, নেই এক্সরে অপারেটর, অচল এ্যাম্বুলেন্স
চিকিৎসক সংকটে মুখ থুবড়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বন্ধ পরে আছে অপারেশন থিয়েটার। নেই এক্সরে অপারেটর। নষ্ট হয়ে অচল পরে আছে এ্যাম্বুলেন্স। রোগী ও স্থানীয়দের অভিযোগ চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
সীমান্ত জেলা ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলাবাসীকে স্বাস্থ্য সেবা দিতে ১৯৮৩ সালে যাত্রা শুরু হয় এই হাসপাতালের। ৩১ থেকে ৫০ শষ্যায় উন্নতি হয় ২০০৯ সালে। অবকাঠামো উন্নয়ন হলেও ১৮জন চিকিৎসক পদের বিপরীতে মাত্র দু’জন চিকিৎসক আর মাত্র ১১ জন নার্সই ১ লাখ ১৬ হাজার মানুষের একমাত্র ভরসা।
এনেসথেসিয়া বিশেষজ্ঞ না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন থিয়েটার। বিকল পরে আছে এ্যাম্বুলেন্সও। অপারেটরের অভাবে বন্ধ এক্সরে ও ইসিজি মেশিন। গাইনী, চক্ষু, নাক-কান-গলা, হৃদরোগ ও অর্থপেডিক বিশেষজ্ঞ না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে রোগীরা।
হাসপাতালের এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরাও। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ করে বর্তমানের এই অচলাবস্থার নিরসনের কথা জানিয়েছেন।
দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা দেয়ার দাবি উপজেলাবাসীর।