চিকিৎসক, প্রকৌশলী হতে চান না মাদ্রসার শিক্ষার্থীরা
চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে চান না মাদ্রসার শিক্ষার্থীরা। এমনকি বেসরকারি কোনো শীর্ষ প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হতেও আগ্রহ নেই তাদের। সরকারি কোনো সহায়তাও পেতে চান না মাদ্রসার উদ্যোক্তারা। সাবেক শিক্ষা সচিব এন আই খান হঠাৎ একটি মাদ্রাসা পরির্দশনে গেলে ওই শিক্ষার্থী আর শিক্ষকরা তাকে জানিয়েছেন, ব্যবসা আর আল্লাহ’র রাস্তায় সময় ব্যয় করতে চান তারা।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রবেশের কিছুটা আগেই জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসা। স্থানীয় লোকজনের ব্যক্তিগত সহায়তায় গড়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সম্প্রতি পরিদর্শন করেন এই মাদ্রাসাটি। কথা বলেন, মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে। শিক্ষার্থীরা বলেন, তারা চা চাকুরি করতে চান না। তবে ব্যবসায়ী হতে আপত্তি নেই।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সহায়তা, দুপুরের খাবার কিংবা বিস্কুট কর্মসূচী থাকলেও এই মাদ্রাসাটি এমন কোনো কিছুই কারো কাছ থেকে পেতে চায় না।
শিক্ষা সচিব বলেন, সাধারণ শিক্ষার সঙ্গে এই মাদ্রাসা শিক্ষার এখনো দূরত্ব আর ভুল বোঝাবুঝি রয়ে গেছে। এ থেকে বেড়িয়ে এসে সবার জন্য একই মানের শিক্ষার প্রয়োজন।
তবে দাওয়া হাদিসকে মাস্টার্সের মর্যাদা দেয়াকে স্বাগত জানিয়েছেন এই মাদ্রাসার শিক্ষার্থীরা ও শিক্ষকরা।