নীলফামারীর সৈয়দপুরে বিয়ের দাবিতে মাদ্রাসা ছাত্রীর অনশননীলফামারীর সৈয়দপুরে বিয়ের দাবিতে মাদ্রাসা ছাত্রীর অনশন
নীলফামারীর সৈয়দপুরে বিয়ের দাবিতে মাদ্রাসা ছাত্রীর অনশন
শাহ মো:জিয়াউর রহমান, নীলফামারী :
নীলফামারীর সৈয়দপুরে মাদরাসা ছাত্রী মনিরা জান্নাত মৌসুমী (১৪) বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে। এঘটনায় ওই এলাকার উৎসুক জনতার ভীড় জমেছে। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী আলদ্দীপাড়া গ্রামের গত ৬ মে বিকালে।
জানা যায়, ওই এলাকার রুস্তম আলীর ছেলে রাজমিস্ত্রি সুমন (২১) এর সাথে একই এলাকার বাবু মেকারের মেয়ে ও আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অষ্টম শ্রেনীর ছাত্রী মৌসুমির এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুইজনের মধ্যে চলে প্রেমলীলা। সুমন মৌসুমিকে বিয়ের আস্বাস দিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। মৌসুমি সুমনকে বিয়ের চাপ দিলে সে টালবাহানা শুরু করে। গত ৫ মে মৌসুমিকে বিয়ের কথা বলে পাশের এক ফাকা বাড়িতে ডাকে। সেখানে মৌসুমি গেলে একদিনের মধ্যে বিয়ে করবে বলে পূনঃরায় দৈহিক মিলন করে। এরপর যাওয়ার সময় সুমন মৌসুমিকে পরের দিন তার বাড়িতে যেতে বলে। সে অনুযায়ী মৌসুমি সুমনের বাড়িতে গেলে সুমন পালিয়ে যায় এবং বাড়ির লোকজন গেটে তালা লাগিয়ে সটকে পড়ে। বাধ্য হয়ে মৌসুমি গেটের সামনে বসে পড়ে। শনিবার থেকে এখন পর্যন্ত মৌসুমি প্রেমিক সুমনের বাড়ির গেটের সামনে বিয়ের দাবিতে অনশন করছে।
মৌসুমি জানায়, সুমন আমাকে বিয়ের কথা বলে আমার নারীত্ব শেষ করেছে। তাকে বিয়ে ছাড়া আমার অন্য কিছুই করার নেই।
মৌসুমির বাবা বাবু মেকার জানায়, আমার সহজ সরল মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে সুমন প্রেমের ফাঁদে ফেলে তার সব কিছু শেষ করেছে। আমি মেয়ের দাবিতে একমত।
এব্যাপারে কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, ঘটনাটি শুনেছি। উভয়ের অভিভাবক আমাকে জানিয়েছে। কিন্তু মেয়েটির অপ্রাপ্ত বয়স হওয়ায় বিয়ের ব্যাপারটি জটিলতা সৃষ্টি করেছে। তবে স্থানীয়ভাবে সবার মতামত নিয়ে ঘটনাটি সুরাহা করা হবে।
এ ব্যাপারে আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আফজাল বিন নাজির জানান, এ বাল্য বিয়ে কোনভাবেই মেনে নেয়া যায়না।