রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হব অালোচনার মাধ্যমে: প্রধানমন্ত্রী
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থান বিদায়ী সাক্ষােতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা শরণার্থীদের অমানবিক জীবন-যাপন করছে উল্লেখ করে বলেন, আমাদের উচিত এই সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে এ কথা তার সরকারের কাছে পৌঁছে দিতে বলেন। প্রধানমন্ত্রী অারো বলেন, রোহিঙ্গা শরণার্থীরা আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির পর ভারতে চলে যাওয়া শরণার্থীদের ফিরিয়ে আনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশের মধ্যে কোন ব্যাপারে সমস্যা হতে পারে, কিন্তু সে সমস্যাটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।
জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে তার সরকার আন্তরিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তার প্রতিবেশিদের গুরুত্ব দেয়। বাংলাদেশের মাটি প্রতিবেশিদের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। এ ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সীমানায় মিয়ানমারের সশস্ত্র গ্রুপ বা বিদ্রোহীদের দৃঢ়ভাবে দমন করার কথা বলেন তিনি। প্রতিবেশি হিসেবে মিয়ানমারের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো উন্নত করার জন্য যৌথ বাণিজ্য কমিশন চালু করতে হবে। দুই দেশের মধ্যে কার্গো পরিবহনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। অং সান সুচিকে বাংলাদেশ সফরের দাওয়াতও দেন শেখ হাসিনা।