গনহত্যায় নিহত শহীদদের শ্রদ্ধাবরে স্বরণ করলেন গজারিয়ায়বাসী
মুন্সীগঞ্জ প্রতিনিধি Channel 4TV : গনহত্যা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন,র্যালী,আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। গনহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় গজারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি শোক র্যালী বের হয় । র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে গোসাইচরের বদ্ধভূমিতে এসে শেষ হয় পরে বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসন,রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পরে দুপুর ২ টায় টায় উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গজারিয়া উপজেলার চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান,উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,গজারিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম,গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু তালেব ভূইয়া,জালাল উদ্দিনসহ আরো অনেকে। আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও গনহত্যার স্বীকার সকল শহীদদের আত্তার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য ১৯৭১ সালের ৯ ই মেয়ে গজারিয়া উপজেলার গোসাইচরের ৩৬০ জন নিরহ বাঙ্গালিকে নিমর্ম ভাবে হত্যা করে পাকবাহিনী। তার পর থেকে প্রতিবছর এইদিনটাকে গনহত্যা দিবস হিসাবে পালন করে আসছে গজারিয়া উপজেলার সর্বস্থরের মানুষ।