পার্লামেন্টে শিশুকে প্রকাশ্যে দুধপান করালেন অস্ট্রেলিয়ার নারী এমপি
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভেতরেই সন্তানকে বুকের দুধ পান করিয়ে নতুন ইতিহাস গড়েছেন দেশটির সিনেটর ল্যারিসা ওয়াটার্স। এর মধ্য দিয়ে তিনিই হয়ে গেলেন প্রথম অস্ট্রেলিয়ান রাজনীতিক, যিনি পার্লামেন্ট ভবনের ভেতর শিশুকে বুকের দুধ খাওয়ালেন।
বামপন্থি গ্রিনস পার্টির সিনেটর ল্যারিসা ওয়াটার্স মঙ্গলবার একটি ভোট অধিবেশন চলাকালে তার দু’মাস বয়সী মেয়ে আলিয়া জয়কে দুখ খাওয়ান।
গত বছর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ এবং সিনেট মিলে পার্লামেন্টে ব্রেস্টফিডিং অনুমোদন করে। তবে ওয়াটার্সের আগে কাজটি আর কোনো এমপি করেননি।
ল্যারিসা ওয়াটার্স সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেছেন, ‘পার্লামেন্টে আমাদের আরও বেশি নারী এবং অভিভাবক দরকার। আর সবার জন্য দরকার আরও বেশি পরিবারবান্ধব ও নমনীয় কর্মক্ষেত্র এবং সাশ্রয়ী শিশুসেবা।’
২০১৫ সালে অস্ট্রেলিয়ার সরকার দলীয় মন্ত্রী কেলি ও’ডয়্যার সন্তানকে বুকের দুধ খাওয়ানোর কথা বললে তাকে পরামর্শ দেয়া হয়েছিল বাসায় সন্তানের জন্য দুধ রেখে আসতে, যেন এ কারণে সংসদীয় দায়িত্বে বাধা না পড়ে।
এ ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। তার ফল হিসেবেই গত বছর পার্লামেন্টে ব্রেস্টফিডিং অনুমোদন পায়।