রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩০
রাজশাহীর পুঠিয়া ও তানোর পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ৩০ জন অহত হয়েছে। বুধবার সকালে এ দুইটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুঠিয়ায় ঢাকাগামী ন্যাশনাল পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে স্থানীয় থানা স্বাস্থ্যকেন্দ্রে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রাব্বি হোসেন (১৯)। সে নাটোর জেলার চাঁদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
রাজশাহী থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সকাল ১০টার দিকে। বাসটি পুঠিয়া সদরের পুঠিয়া ফিলিং স্টেশনের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় দুই গাড়ির পেছনের অংশ ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে উদ্ধার করে পুঠিয়া থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেই রাব্বি হোসেনের মৃত্যু হয়।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হবে।
এদিকে, রাজশাহী তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুৎতের খুঁটিতে ধাক্কা দেয়। এ ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছে বলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জ আব্দুস সালাম জানিয়েছেন।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/FiwUAVEYDp8" frameborder="0" allowfullscreen></iframe>