টঙ্গীতে সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসাতে না পেরে হত্যার পরিকল্পনা
টঙ্গীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা খারিজ হওয়ার পর এবার তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন সাংবাদিক ও তার পরিবার। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে সাংবাদিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। টঙ্গী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও চ্যানেল 4 অনলাইন সংবাদ প্রকাশনার ব্যবস্থাপক । সাংবাদিক মাসুদ সরকারের স্ত্রী ডা. অনামিকা সরকার জানান, পূর্ব বিরোধের জেরে আব্দুর রশিদের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী গত বছর তাদের টঙ্গীর সাতাইশের বাড়িতে হামলা চালায় এবং তাকে ও তার স্বামী সাংবাদিক মাসুদ সরকারকে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় সাংবাদিক মাসুদ সরকার বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি মামলা করেন। একই ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে পাল্টা মামলা করেন । মামলায় প্রমাণ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভূয়া সনদ ব্যবহার করা হয়। পরে আদালতে দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহনে ওই মেডিকেল সনদ জাল এবং সাংবাদিক মাসুদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হলে আদালত মামলাটি খারিজ করে দেন। এদিকে জাল মেডিকেল সনদযুক্ত মিথ্যা মামলায় হয়রাণীর অভিযোগে সাংবাদিক মাসুদ গাজীপুর আদালত জালিয়াতির অভিযোগে একটি মামলা করেন। এই মামলায় আদালত গত ১৭ এপ্রিল আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্তমানে আব্দুর রশিদ পলাতক থেকে সাংবাদিক মাসুদের বড় ভাইয়ের সাথে পারিবারিক বিরোধের সুযোগ নিয়ে তাকে (সাংবাদিক মাসুদকে) হত্যার পরিকল্পনা করছেন। মোবাইল তথ্য প্রযুক্তির বদৌলতে সেই পরিকল্পনা সাংবাদিক মাসুদের হস্তগত হলে তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। সাংবাদিক মাসুদ নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে পলাতক আসামী আব্দুর রশিদ ও তার সহযোগীদের গ্রেফকতারের দাবী জানিয়েছেন। এদিকে সাংবাদিক মাসুদকে হত্যা পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টঙ্গী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আজিজুল হক ও সাধারণ সম্পাদক এম.এ কাশেম রানা। তারা সাংবাদিক মাসুদ সরকার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবী জানিয়েছেন।