সিএসআরের অর্থগ্রহণকারী ৫০০ জনের তালিকা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইসলামী ব্যাংকের সিএসআরের অর্থ নিয়েছে এমন ৫শ জনের তালিকা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ এবং প্রতিকার বিষয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে প্রতিষ্ঠানটির সিএসআরের সমন্বিত নীতিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জঙ্গি সংগঠনের অর্থের উৎস অনুসন্ধানে গোয়েন্দা সংস্থাকে আরো তৎপর হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
দেশে যে'কটি বাণিজ্যিক ব্যাংক সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম বা সিএসআর পরিচালনা করে আসছে, সেই তালিকায় অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তবে বরাবরই ব্যাংকটির এই কার্যক্রমের সচ্ছতা নিয়ে প্রশ্ন ছিলো নানা মহলের।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে আবারও আলোচনার আসে ইসলামী ব্যাংকের সিএসআর প্রসঙ্গ। সমন্বিত সিএসআর নীতিমালার পাশাপাশি অর্থ ব্যায়ের তালিকা চাওয়া হয় নতুন করে। এরই মধ্যে সিএসআর এর অর্থ দেয়া হয়েছে এমন ৫০০ জনের তালিকা এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যা যাচাই বাছাই এর দায়িত্ব দেয়া হয়, একটি গোয়েন্দা সংস্থাকে। প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদ মনে করছে, অতীতে কিছু অনিময় হলেও বর্তমানে সতর্ক আছেন তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে আলোচনা হয়, জঙ্গি অর্থায়নের উৎস অনুসন্ধানের বিষয়টিও। গোয়েন্দা সংস্থাগুলোকে আরও বেশি অনুসন্ধানের নির্দেশ দেয়া হয় ওই বৈঠকে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ।
তবে কোনভাবেই যেন কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, সে ব্যাপারেও সজাগ থাকার পরামর্শ দেন, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর।