নির্বাচনে ইভিএম ব্যবহারের সুপারিশ করবে আ. লীগ
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ইভিএম ব্যবহারের সুপারিশ করবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালীন সরকার যেভাবে দায়িত্ব পালন করে, সেভাবেই দায়িত্ব পালন করবে শেখ হাসিনার সরকার।
নির্বাচনকালীন সহায়ক সরকার সংবিধানে উল্লেখ নেই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করে, সেভাবেই শেখ হাসিনা সরকার দায়িত্ব পালন করবে। আর নির্বাচন সরকারের নয়, নির্বাচন কমিশনের অধীনে হবে। পুলিশ, প্রশাসন সবকিছু থাকবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার রুটিন ওয়ার্ক করবে। তাই এটা মানতে অসুবিধা কোথায়?
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মনে করি ইভিএম পদ্ধতি একটি আধুনিক এবং প্রযুক্তিগত ভাবে ভুল হওয়ার সম্ভবনা নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে নির্ভুল এবং নিরপেক্ষ ফলাফল যথাযথ হবে।’
‘কোনোকিছু ভালো করতে গেলেই, তাঁরা (বিএনপি) বলে মানি না, মানব না। ইভিএমের মতো একটি পদ্ধতির বিরোধিতা বিএনপি করে যাচ্ছে। এটা সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। কিন্তু আমাদের দলীয় অবস্থান ইভিএমের পক্ষে, তা দেশবাসী এবং নির্বাচন কমিশনকে জানানোর অধিকার আমাদের রয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা যদি আমাদের ডাকে, তাহলে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব।’
বিএনপির ভিষন-২০৩০ প্রসঙ্গে কাদের বলেন, ‘দেশের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা উগ্রবাদীদের নিয়ে খালেদা জিয়ার ভিশনে কিছু নেই। সাম্প্রদায়িকতার কোনো কথা নেই। তার মানে, এ দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, উগ্রবাদীদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। এই ভিশনের মাধ্যমে এটাই তারা প্রমাণ করে দিয়েছে।’
সরকারি কর্মচারী সমিতির এই সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, এ কে এম এনামুল হক শামীম, শাহে আলম মুরাদ প্রমুখ।