১ লাখ ৬৪ হাজার কোটি টাকার নতুন এডিপি অনুমোদন
নতুন অর্থবছরের জন্য রেকর্ড ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার উন্নয়ন খরচ অনুমোদন করল জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি। যা ছাড়িয়ে যাচ্ছে সাত বছর আগের মোট বাজেটকে। এবারের বরাদ্দের চার ভাগের একভাগই চলে যাচ্ছে সড়ক, সেতু রেলসহ পরিবহন খাতে। আর বছর শেষে সোয়া সাত শতাংশের নতুন রেকর্ড গড়ার আভাস মিলেছে জিডিপি প্রবৃদ্ধিতে। এছাড়া, বড় সুখবর আসছে মাথাপিছু আয়ের ক্ষেত্রেও।
বাজেটের প্রধান দুই অংশের অন্যতম উন্নয়ন খরচ বা এডিপি। প্রতিবছরই যা বাড়ছে পাল্লা দিয়ে। কিন্তু বাস্তবায়ন অদক্ষতায়, বড় অঙ্কের কাটছাঁট পরিণত হয়েছে নিয়মে। এ নিয়ে সমালোচনাও আছে নানা মহলে। এমন বাস্তবতার মাঝেই, সাত বছর আগের মোট বাজেটকে ছাড়িয়ে, নতুন রেকর্ডে পৌঁছালো এবারের এডিপি। স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের খরচ ধরে যার অঙ্ক দাঁড়ালো ১ লাখ ৬৪ হাজার কোটি।
এবারও বরাদ্দের চার ভাগের একভাগই রাখা হয়েছে সড়ক পরিবহন, সেতু এবং রেলওয়ে খাতে। যার মোট অঙ্ক ৪১ হাজার কোটি টাকা। আর এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ খাতে বরাদ্দ দেয়া হয়েছে, প্রায় উনিশ হাজার কোটি টাকা। এছাড়া শিক্ষা ও ধর্ম খাতে বরাদ্দ গেছে সাড়ে ১৬ হাজার কোটির বেশি।
এডিপি ছাড়াও চলতি অর্থবছরে সোয়া সাত শতাংশের নতুন রেকর্ড হতে যাচ্ছে জিডিপি প্রবৃদ্ধিতে। যেখানে, বছর ব্যবধানে কৃষির উৎপাদন পৌনে তিন থেকে বেড়ে হচ্ছে প্রায় সাড়ে তিন শতাংশ। তবে, সুখবর নেই শিল্প খাতে। ১১ শতাংশ থেকে বছর শেষে যা নেমে যেতে পারে সাড়ে দশে। অবশ্য, সার্বিক প্রবৃদ্ধির পাশাপাশি, ১ হাজার ৬শ ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে মাথাপিছু আয়।
চলতি অর্থবছরে নেতিবাচক ধারায় চলে যাওয়া প্রবাসী আয় বাড়াতেও নতুন উদ্যোগের কথা জানান পরিকল্পনামন্ত্রী।