চট্টগ্রাম প্রাইমোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের মত বিনিময়কালে ফরিদ মাহমুদ “চালক শ্রমিকদের সুনির্দিষ্ট বেতন কাঠামো স্থির করা হোক’
চট্টগ্রাম প্রাইমোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন রেজি নং ২০৮৮ এর নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, প্রাইমোভার চালক-শ্রমিকদের সুনির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা করা হোক। চুক্তি এবং প্রতি ভাড়া ভিত্তিক চালক-শ্রমিকদের মজুরি প্রদানের ফলে তারা কোথাও স্থায়ীভাবে চাকুরি করতে পারছে না। যার ফলে অনেকেই পরিবার পরিজন নিয়ে অসহায়-মানবেতর-বেকার জীবন যাপন করছেন। তাছাড়া চুক্তি ও ভাড়াভিত্তিক মজুরী প্রদানের অংকটি অত্যন্ত অপ্রতুল। যা দিয়ে অনেকের সংসার চলে না। মাসের মধ্যে অর্ধেক সময় তাদের বসে অলস সময় কাটাতে হয়। চট্টগ্রাম প্রাইমোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো: সেলিম খানের সভাপতিত্বে সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিকী সহ অপরাপর নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টি মুখ করান ফরিদ মাহমুদ। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দেলু, হাজী মোহাম্মদ ইব্রাহিম, হোসেন সরওয়ারদী, ওলিউর রহমান সোহেল, হাজী মোহাম্মদ নুরুজ্জামান, শহিদুল ইসলাম, সাইফুল রানা, ইমরান হোসেন, মো: জাবেদ, সাইফুল আলম, জসিম উদ্দিন, রাজু আহমেদ, রাশেদুল আলম, শামীম চৌধুরী, মো: জাহেদুল আলম, মো: শাকিল আহমেদ, মামনুরজ্জামান, খন্দকার আলম, আবুল হাশেম, মোস্তাক জামান, নেহাল ইসলাম, নুরুল হুদা প্রমুখ। এ সময় ফরিদ মাহমুদ শ্রমিকদের ন্যার্য দাবী আদায়ে সৎ আদর্শবান বলিষ্ঠ নেতৃত্বের উপর গুরুত্ব দিয়ে বলেন, কতিপয় অসৎ প্রতারক, অর্থ লিপ্সু নেতৃত্বের কারণে শ্রমিকদের ন্যার্য অধিকার আদায়ের আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। আমাদের অবশ্যই ত্যাগী, পরিক্ষিত, সৎ, আদর্শবান নেতাদের এগিয়ে নিতে হবে। তাহলে শ্রমিকরা প্রতারিত হবে না।