শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামীলীগের দুই গ্রুপের বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা
রুবেল মাদবর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধ Channel 4TV :
মুন্সীগঞ্জ আওয়ামীলীগের দুটি গ্রুপ শেখ হাসিনার ৩৬তম প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। উভয় গ্রুপই বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা করেছে।জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে র্যালীটি বুধবার বিকাল ৪টায় শিল্পকলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলার সামনে এসে শেষ হয়। অপরদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের এম.পি এড. মৃণালকান্তি দাসের নেতৃত্বে আর একটি বর্ণাঢ্য র্যালী সুপার মার্কেট চত্বর থেকে শুরু করেপ্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বর গিয়ে শেষ হয়। র্যালী ও আলোচনাসভা উপাস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা যুবলীগ নেতা সাইফুল সামাদ বিন শুভ্র।দুটি র্যালীতে অংশ গ্রহন করেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, আইনীজীবি সমিতির সভাপতি এড. অজয় চক্রবর্তী, শহর আওয়ামীলীগের সভাপতি পিপি এড. আব্দুল মতিন, আওয়ামলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল আহম্মেদ, আওয়ামীলীগ নেত্রী এড. শিল্পী, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান রাজীব, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি রাজন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি এড. গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন, রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ, জেলা শ্রমিকলীগের সভাপতি এ.টি.এম দেলোয়ার হোসেন, কাউন্সিলর জাকির হোসেন, মেম্বার জাহিদ হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সিনিয়র সহসভাপতি আপন দাস, ছাত্রলীগ নেতা মিথুন দেওয়ান, মৃদুল দেওয়ান, সদর ছাত্রলীগের সভাপতি মো: সুরুজ মিয়াসহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। র্যালী শেষে মহিউদ্দিনের সভাপতিত্বেকেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অপরদিকে স্থানীয় সংসদ এড. মৃণালকান্তির সভাপতিত্বে হাটলক্ষীগঞ্জ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।