নবীগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা শীর্ষক সেমিনার
ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি Channel 4TV :
নবীগঞ্জে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রায় শিক্ষার গুনগত মান অর্জনের লক্ষে ওঈঞ রহ ঊফঁপধঃরড়হ খরঃবৎধপ প্রসারে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” এর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জে.কে মডেল হাই স্কুলের হল রুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্ত্তী প্রমূখ। এছাড়াও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীগঞ্জের ৪ টি হাই স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু করা হয়েছে এবং ৭ স্কুলে প্রক্রিয়াধীন আছে।